সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মাদকদ্রব্য রাখার দায়ে পাবনার সাঁথিয়া উপজেলার ইদ্রাকপুর গ্রামের ইয়াছির আরাফাত শিশিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পরে আতাইকুলা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইনে সারের দোকানদার ওমর আলীকে ৫০ হাজার টাকা ও আবদুল মজিদকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।