রাতে বের হয়ে সকালে হলো লাশ
পাবনার সাঁথিয়া উপজেলায় অভি (১৩) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে অভির লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত অভি আতাইকুলা থানার শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর ছেলে। সে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
অভির পরিবারের বরাত দিয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিল অভি। রাতের কোনো একসময় ঘর থেকে বের হয়ে যায় সে। সকালে তার লাশ উদ্ধারের খবর জানতে পারেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, রাতে বাড়ির অদূরে মাঠের মধ্যে অভিকে কুপিয়ে হত্যার পর তার লাশ টেনে নিয়ে রাস্তার ধারে ফেলে রাখে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্নও রয়েছে। তবে কারা কী কারণে অভিকে হত্যা করেছে, সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পরিবারের সদস্যরা।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।