সাঁথিয়ায় ‘অজ্ঞাত রোগে’ চার মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক
পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামে একই উপসর্গে গত দুই সপ্তাহে চারজন মারা গেছে। এ রোগে অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, এটি অজ্ঞাত রোগ।
অসুস্থ অর্ধ শতাধিক নারী পুরুষকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একটি ‘মেডিক্যাল টিম’ গঠন করা হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তাসহ ‘মেডিকেল টিমে’র সদস্যরা গ্রামটি পরিদর্শন করেছেন।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামে গত দুই সপ্তাহ ধরে প্রতিদিনই চার-পাঁচজন করে অজ্ঞাত রোগে আক্রান্ত হচ্ছে। অসুস্থদের প্রথমে মুখে লালা আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, গা ঝিমঝিম করে, মাথা ব্যথা, বমি ভাব ও বমি হয়, পরে অজ্ঞান হয়ে পড়ে।
আনিছুর রহমান জানান, এ ধরনের উপসর্গ নিয়ে গত ১৫ দিনে ওই গ্রামে চারজনের মৃত্যু হয়। তাঁরা হলেন আব্দুল হান্নান (৪২), আবু তাহের (৪৫), কফিল উদ্দিন মোল্লা (৪২) ও রেখা খাতুন (৪৫)।
আনিছুর রহমান জানান, অসুস্থ অর্ধ শতাধিক মানুষ বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছে। তিনি আরো বলেন, ‘এটা কোনো রোগ নয়, মানসিক দুশ্চিন্তায় আতঙ্কিত হয়ে এ ধরনের অসুস্থ হচ্ছেন রোগীরা। আমরা রোগীদের রক্ত, মল-মূত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে কোনো রোগের লক্ষণ পাইনি। এতে ভয়ের কোনো কিছু নেই। তারপরও আমাদের মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করবে।’
গত বুধবার সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান, চিকিৎসা কর্মকর্তা মুন্নাফুর রহমানসহ একটি দল ওই গ্রাম পরিদর্শন করে।
এ ব্যাপারে সাঁথিয়ার ইউএনও শফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘এ ঘটনার পর আমরা গ্রামটি সরেজমিনে পরিদর্শন করি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আনিছুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।’
সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘ওই গ্রামে অজ্ঞাত রোগের কারণেই চারজনের মৃত্যু হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’