চেয়ারম্যান পদে আটজনের মধ্যে চারজনই আ. লীগের!

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আটজন। এর মধ্যে আওয়ামী লীগেরই চারজন! একজনকে সমর্থন করছে দলের কেন্দ্রীয় কমিটি। অন্য তিনজন বর্তমান জেলা কমিটির শীর্ষ নেতা।
ভোট পেতে ভোটারদের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের কাছেও যাচ্ছেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক। ওই পদের জন্য আরো লড়ছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আমানুল্লাহ বাচ্চু, একই কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, যুগ্ম সম্পাদক মির্জা সারওয়ার হোসেন।
চেয়ারম্যান পদে আরো লড়ছেন জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির (জেপি) বোদা উপজেলা কমিটির আহ্বায়ক এ এইচ এম ফজলুল হক, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. দেলদার রহমান।
পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে আটজনসহ চারটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১২ জন এবং ১৫টি সাধারণ ওয়ার্ডে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পঞ্চগড় জেলা পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে মোছা. লুৎফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রতীক বরাদ্দের পর জেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা দিনরাত নেতাকর্মীদের বহর নিয়ে ভোটারদের বাড়িসহ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা কার্যালয়ে ভিড় করছেন। চেয়ারম্যান পদে বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) কোনো প্রার্থী নেই।
জানা যায়, পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কে নির্বাচিত হবেন এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ও হিসাব-নিকাশ চলছে। চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সমর্থন নিতে মরিয়া হয়ে ঘুরছেন। ধরনা দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের বাসায়।
জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা ও ৪৩টি ইউনিয়নকে ১৫টি সাধারণ ওয়ার্ড ও পাঁচটি সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল সীমানা নির্ধারণ ও ওয়ার্ড বিভক্তি করে এরই মধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা, তিরনইহাট ও তেঁতুলিয়া সদর ইউনিয়ন সমন্বয়ে ১ নম্বর সাধারণ ওয়ার্ড। শালবাহান, বুড়াবুড়ি ও ভজনপুর ইউনিয়ন সমন্বয়ে ২ নম্বর সাধারণ ওয়ার্ড। তেঁতুলিয়া উপজেলার দেবনগর এবং পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ও অমরখানা ইউনিয়ন সমন্বয়ে ৩ নম্বর সাধারণ ওয়ার্ড। পঞ্চগড় পৌরসভা, হাফিজাবাদ ও পঞ্চগড় সদর ইউনিয়ন সমন্বয়ে ৪ নম্বর সাধারণ ওয়ার্ড। হাঁড়িভাসা, কামাত কাজলদিঘী ও চাকলাহাট ইউনিয়ন সমন্বয়ে ৫ নম্বর সাধারণ ওয়ার্ড। বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ, বড়শশী ও দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন সমন্বয়ে ৬ নম্বর সাধারণ ওয়ার্ড। দেবীগঞ্জের পামুলী, দেবীডুবা, শালডাঙ্গা ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন সমন্বয়ে ৭ নম্বর সাধারণ ওয়ার্ড। দেবীগঞ্জ পৌরসভা, সোনাহার ও দেবীগঞ্জ সদর ইউনিয়ন সমন্বয়ে ৮ নম্বর সাধারণ ওয়ার্ড। দণ্ডপাল, চেংঠীহাজরাডাঙ্গা ও সুন্দরদিঘী ইউনিয়ন সমন্বয়ে ৯ নম্বর সাধারণ ওয়ার্ড। বোদা উপজেলার চন্দনবাড়ী, পাঁচপীর ও সাকোয়া ইউনিয়ন সমন্বয়ে ১০ নম্বর সাধারণ ওয়ার্ড। বোদা সদর ইউনিয়ন, বেংহারী বনগ্রাম ও মাড়েয়া ইউনিয়ন সমন্বয়ে ১১ নম্বর সাধারণ ওয়ার্ড। বোদা পৌরসভা, ঝলইশালশিরি ও ময়দানদিঘী ইউনিয়ন সমন্বয়ে ১২ নম্বর সাধারণ ওয়ার্ড। পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী, মাগুরা ও ধাক্কামারা ইউনিয়ন সমন্বয়ে ১৩ নম্বর সাধারণ ওয়ার্ড। আটোয়ারী উপজেলার মির্জাপুর, তোড়িয়া ও ধামোর ইউনিয়ন সমন্বয়ে ১৪ নম্বর সাধারণ ওয়ার্ড এবং আলোয়াখোয়া, রাধানগর ও বলরামপুর ইউনিয়ন সমন্বয়ে ১৫ নম্বর সাধারণ ওয়ার্ড গঠন করা হয়েছে।
পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারওয়ার জাহান বলেন, ‘নির্বাচন কমিশন থেকে জেলা পরিষদ নির্বাচনের যে নির্দেশনা দেওয়া হয়েছে সে মোতাবেক আমরা প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’