জেলা পরিষদ নির্বাচন : মুঠোফোন ব্যবহারের ওপর কড়াকড়ি

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের দিন মুঠোফোন ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভোট চলাকালে প্রিজাইডিং কর্মকর্তা ও কেন্দ্রের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকতা ছাড়া আর কারো কাছে মুঠোফোন থাকবে না।
আজ সোমবার জেলার পুলিশ লাইনে পুলিশ বাহিনীর সদস্যদের ব্রিফকালে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা নির্বাচন কর্মকতা মো. আনিছুর রহমান ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এই সতর্কতা জারি করেন।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চার থানা, জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কর্মকর্তারা বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোটাররা সম্মানিত ব্যক্তি, জনপ্রতিনিধি। তাঁদের প্রতি সম্মান দেখিয়ে মুঠোফোন কেন্দ্রের বাইরে রেখে কক্ষে প্রবেশের অনুরোধ করতে হবে। যদি কেউ কথা না শোনেন তাহলে চেকিং করতে হবে। অননুমোদিত কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া যাবে না। যদি কেউ জোর করে প্রবেশের চেষ্টা করে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এদিকে ঝিনুক বালিকা বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা , সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও জেলা নির্বাচন কর্মকতা মো. আনিছুর রহমান এসব কর্মকর্তাদের তাঁদের ভূমিকা বিষয়ে ব্রিফ করেন।