কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের জন্মদিন পালন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/12/27/photo-1482840978.jpg)
কুড়িগ্রামে চিরনিদ্রায় শায়িত আছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আজ মঙ্গলবার সকাল থেকে লেখকের কবর ফুলে ফুলে ছেয়ে যায়। আজ লেখকের ৮২তম জন্মদিন। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় লেখককে শ্রদ্ধা জানিয়েছে কুড়িগ্রামের বাসিন্দারা।
কুড়িগ্রাম সরকারি কলেজের পশ্চিম দেয়াল সংলগ্ন ধানক্ষেতের এক পাশে চিরনিদ্রায় শায়িত আছেন সৈয়দ শামসুল হক। কুড়িগ্রামের সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধায় জানায় প্রিয় কবিকে।
লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, কুড়িগ্রাম প্রেসক্লাব, কুড়িগ্রাম সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময় লেখকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পরে কুড়িগ্রাম সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ সাবিহা খাতুন। এ সময় লেখকের জীবনী নিয়ে আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, আইনজীবী সমিতির সভাপতি আব্রাহাম লিংকন, সাংস্কৃতিক জোটের আহ্বায়ক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।