গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সরকারকে আলটিমেটাম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/saarjis_gaajiipur.jpg)
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় সরকারকে হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছেন সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সামনে সড়কে অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে সারজিস আলম এই হুঁশিয়ারি দেন।
এ সময় সারজিস আলম বলেন, এই অন্তর্বর্তী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং ইন্টেলিজেন্স যদি শনিবার রাতের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করতে পারে, তাহলে আমাদের তাদের বিপক্ষে যেতে হবে।
সারজিস আলম আরও বলেন, অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই-আগস্টের এই আন্দোলনে যে দুই-তিনটি জেলা রণক্ষেত্র হয়েছিল, যে দুই-তিনটি জেলার ছাত্র-জনতা বুক পেতে দিয়ে, রক্ত দিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল সেই জেলাগুলোর মধ্যে একটি গাজীপুর। এই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা, তারা তখনও বুক পেতে দিয়েছে, এখনও জীবন দিতে প্রস্তুত আছে তারা। কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্র-জনতা তাদের আর ছাড় দেবে না।
সরকারকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, গতকাল (শুক্রবার) আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, জীবননাশের হুমকি দিয়েছে। যে ছাত্র-জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদের সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তাকে দেবে? দ্রুত ছাত্র-জনতার ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভ সমাবেশে আর বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেলসহ ছাত্র সমন্বয়ক কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।