নলছিটি ইউএনওর অপসারণের দাবিতে বিক্ষোভ

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ কামরুল হুদাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও তাঁর কার্যালয় ঘেরাও করেছেন জনপ্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় এসব কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা অভিযোগ করেন, এডিপির কাজের বিলে সই করানোর জন্য বরাদ্দের পাঁচ ভাগ টাকা নেন ইউএনও। তাঁকে টাকা না দিলে বিলে সই করেন না তিনি। বিজয় দিবসের অনুষ্ঠান করার নামে ইটভাটা মালিকদের কাছ থেকে চাঁদা আদায় ও ভ্রাম্যমাণ আদালতের নামে নিরীহ ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগও রয়েছে ইউএনও বিরুদ্ধে। এ ছাড়া জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে অশোভন আচরণেরও অভিযোগ করা হয় ইউএনওর বিরুদ্ধে।
ইউএনও শাহ মোহাম্মদ কামরুল হুদাকে ‘দুর্নীতিবাজ’ আখ্যায়িত করে তাঁর অপসারণ দাবি করেন উপজেলার জনপ্রতিনিধিরা। দুপুর ১২টায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কয়েকজন মুক্তিযোদ্ধা শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা ইউএনওর কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ। পরে আন্দোলনকারীরা এক ঘণ্টা ইউএনওর কার্যালয় ঘেরাও করে রাখেন। তাঁর অপসারণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জনপ্রতিনিধিরা।
এ ব্যাপারে নলছিটির ইউএনও শাহ মোহাম্মদ কামরুল হুদাকে ফোন করলে তিনি একটু পরে কথা বলুন বলে লাইনটি কেটে দেন। পরে আর তিনি কথা বলেননি।