সিরাজগঞ্জে নতুন রেলপথের দাবিতে গণমিছিল, সমাবেশ

জেলায় নতুন রেলপথের দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। আজ বৃহস্পতিবার আয়োজিত এ সমাবেশ ও গণমিছিলে অংশ নিয়েছে সিরাজগঞ্জের সর্বস্তরের শত শত মানুষ।
শহরের স্বাধীনতা স্কয়ারে আজ বৃহস্পতিবার আয়োজিত সমাবেশে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত নতুন রেল পথ দাবি করেন বক্তারা। এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমাবেশ ও গণমিছিলে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত।
সকালেই শহরের স্বাধীনতা স্কয়ারে শত শত মানুষের ভিড় জমে যায়। কারো হাতে ব্যানার, কারো হাতে ফেস্টুন। কণ্ঠে শুধু একটাই স্লোগান ‘রেল চাই।’ নতুন রেলপথের দাবিতে করা গণমিছিল শত শত মানুষ নিয়ে সারা শহর প্রদক্ষিণ করে। সংসদ সদস্য হাবিবে মিল্লাত এবং সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক রাজা এ মিছিলে নেতৃত্ব দেন।
গত বছর সিরাজগঞ্জ থেকে একটি আন্তনগর ট্রেন চালু করে সরকার। কিন্তু আর কোনো পদক্ষেপ না নেওয়ায় আবার শুরু হয়েছে আন্দোলন। আন্দোলনে অংশ নেয় শিক্ষার্থী, শ্রমিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আর স্থানীয় জনতা।
সংসদ সদস্য হাবিবে মিল্লাত সাংবাদিকদের বলেন, ‘আমরা সিরাজগঞ্জবাসী একজোট হয়েছি। সিরাজগঞ্জবাসীর স্বার্থে আমরা দলমত নির্বিশেষে যত দিন এ আন্দোলন সফল না হবে তত দিন আমরা এ আন্দোলনের সাথে থাকব। সংসদে এ নিয়ে কথা বলব। মন্ত্রীদের সঙ্গে কথা বলব। যেন প্রাণের দাবি পূরণ হয়।’
সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক রাজা বলেন, ‘সিরাজগঞ্জের সঙ্গে বগুড়ার রেল যোগাযোগ এ এলাকার মানুষের প্রাণের দাবি। এ দাবিতে আমরা একজোট।’ দাবি বাস্তবায়িত না হলে সিরাজগঞ্জের মানুষ কঠোর কর্মসূচিতে যাবে বলে জানিয়েছেন তিনি।