চাঁপাইনবাবগঞ্জে বিচারপতি বজলার রহমান ছানার দাফন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি বজলার রহমান ছানার দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের খালঘাট গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হেলিকপ্টারে করে তাঁর মরদেহ চাঁপাইনবাবগঞ্জে নিয়ে নিয়ে আসা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে খালঘাট সেন্ট্রাল ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, হাইকোর্ট বিভাগের বিচারপতি ইকবাল কবির, চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ এনামুল বারী, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মইনুদ্দীন মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা ও নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেয়।
এর আগে জেলা জর্জশিপ, জেলা প্রশাসন, পুলিশ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।