সিরাজগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজুগড়া এলাকায় আজ শুক্রবার বাসের চাপায় বাকপ্রতিবন্ধী এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর এলাকাবাসী আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহত ছোরমান আলীর (৬৫) বাড়ি শাহজাদপুরের গোপীনাথপুর গ্রামে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও এলাকাবাসী জানায়, আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বৃদ্ধ ছোরমান ও তাঁর স্ত্রী আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন। পথে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের আজুগড়া এলাকায় পৌঁছালে সিরাজগঞ্জ থেকে আসা দ্রুতগামী ইসলাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ছোরমান আলীর মৃত্যু হয়। পরে পুলিশ এনায়েতপুর হাট এলাকা থেকে ওই বাসটি আটক করে। তবে বাসের চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।