পানিস্বল্পতায় আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে
পানিস্বল্পতার কারণে রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে (সাবেক ডিসিসি) লাগা আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিএনসিসি মার্কেটে লাগা আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে করতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
গতকাল দিবাগত রাতে মার্কেটটিতে আগুন ধরে। এতে পুড়ে যায় শত শত দোকান। আগুনে মার্কেটের একাংশ এরই মধ্যে ধসে পড়েছে। এই আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গেছে।
শহীদুল হক বলেন, এই মার্কেটে কাপড়ের দোকান, ছোট ছোট নিত্যপ্রয়োজনীয় পণ্য, জুতাসহ দাহ্য বিভিন্ন পদার্থ ছিল। এ কারণে আগুন দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
আইজিপি জানান, ঢাকা ওয়াসা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে যাচ্ছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছেন, যাতে কোনো দোকানের জিনিসপত্র চুরি বা নষ্ট না হয়।
আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।