‘আমেরিকা থেইকা ফোন আইছে, মার্কেটে আগুন লাগছে’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/03/photo-1483426922.jpg)
রাজধানীর গুলশান ১ নম্বরে সাবেক ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) মার্কেটে (বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্কেট) আগুন লাগার খবর যুক্তরাষ্ট্র থেকে পান দোকানি জাহাঙ্গীর আলম।
যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে জাহাঙ্গীরকে এ খবর জানান তাঁর ভাই।
দুপুর ১২টার দিকে পুড়ে যাওয়া ডিসিসি মার্কেটের সামনে দাঁড়িয়ে এনটিভি অনলাইনের প্রতিবেদককে জাহাঙ্গীর জানান, তিনি ডিসিসি মার্কেটের ৪৬ নম্বর দোকানের স্বত্বাধিকারী। নারীদের জুতা, স্যান্ডেল ও ব্যাগের দোকানটির নাম ‘লেডিস সু স্টোর’।
জাহাঙ্গীর জানান, গতকাল রাত সাড়ে ১১টা পর্যন্ত তিনি মার্কেটের সামনেই ছিলেন। এর পর রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকার বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে তাঁর বড় ভাই সামছু মিয়া যুক্তরাষ্ট্র থেকে তাঁকে ফোন করে আগুন ধরার খবরটি দেন। তিনি নিউইয়র্কে বসে টেলিভিশনে এই খবর দেখেছিলেন।
আক্ষেপ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরিকা থেইকা ফোন আইছে, মার্কেটে আগুন লাগছে। আর আমি তখন ঘুমাইতেছিলাম।’
ডিসিসি মার্কেটের এই দোকানি জানান, ভোররাত ৪টার দিকে তিনি মার্কেটের সামনে এসে দেখতে পান, দক্ষিণ দিকে দাউদাউ করে আগুন জ্বলছে। তাঁর দোকানের আগে ১০ থেকে ১২টি দোকানে তখন আগুন জ্বলছিল। সে সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছিলেন। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই তাঁর চোখের সামনেই দোকান পুড়ে ছাই হয়ে যায়।
দোকানে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মালামাল ছিল। আর গতকালের বেচাবিক্রির ৭০ হাজার টাকা ছিল, যার সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান জাহাঙ্গীর।