মাগুরায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু

মাগুরায় আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। ছবি : এনটিভি
মাগুরায় তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। ফজরের নামাজের পর দলে দলে মুসল্লিরা ইজতেমার মাঠে হাজির হতে থাকেন।
মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও আদর্শ কলেজ মাঠে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
তাবলিগ জামায়াতের মাগুরা জেলার মুরব্বি আবদুল মুক্তাদির রুহুল আমিনের বয়ানের মধ্য দিয়ে আঞ্চলিক ইজতেমা শুরু হয়। বাদ আসর থেকে ঢাকার কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা রবিউল হক ও ডক্টর ইউনুস আলী ইজতেমার মূল বয়ান শুরু করেন। আগামী শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
এদিক, ইজতেমায় মাগুরার জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আঞ্চলিক এ ইজতেমায় মাগুরার চারটি উপজেলা ছাড়াও পাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করছেন।