পুকুরে ভেসে উঠল ২ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ

সাভারের আশুলিয়ায় একটি পুকুর থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ১২ ঘণ্টা পর বুধবার (১৪ মে) সকাল ৯টার দিকে বাইপাইলের শান্তিনগর এলাকার একটি পুকুরে মরদেহ দুটি ভাসতে দেখা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
নিহতরা হলেন- পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে লিমন হোসেন (১০) ও জামালপুরের মাদারগঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮)। তারা আশুলিয়ার বাইপাইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।