নরসিংদীতে নবনির্মিত মৎস্য ও হ্যাচারি ভবনের উদ্বোধন

নরসিংদীতে আজ বৃহস্পতিবার নবনির্মিত জেলা মৎস্য ও হ্যাচারি ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। ছবি : এনটিভি
নরসিংদীতে এক কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা মৎস্য ও হ্যাচারি ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর বাগহাটায় নবনির্মিত ভবন দুটোর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। ভবন উদ্বোধন শেষে জেলেদের মাঝে পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক ফরিদা বেগম, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব হাসান শাহীন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বেলাল আহমেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা তোফাজউদ্দিন আহমেদ। উদ্বোধন শেষে ভবন দুটি পরিদর্শন করেন মন্ত্রী।