শ্যামনগরে ১ লাখ ৬৪ হাজার টাকার বিদেশি মদ জব্দ

সাতক্ষীরার শ্যামনগরে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মদগুলো উদ্ধার করা হয় শ্যামনগর উপজেলার মামুনদে নদীর পায়রাটনি খাল এলাকা থেকে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় বিসিজি স্টেশন কৈখালীর একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পায়রাটনি খালের তীরবর্তী নির্জন এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি মদগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত মদগুলোর বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬৪ হাজার টাকা।
হারুন-অর-রশীদ আরও বলেন, জব্দকৃত মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে অপরাধ দমন, চোরাচালান রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড দিনরাত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে। যার ফলে এ ধরনের অপরাধ অনেকাংশে হ্রাস পেয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের সুরক্ষামূলক অভিযান অব্যাহত রাখবে।