বঙ্গবন্ধু সেতুর দুইপাশে দীর্ঘ যানজট

ঘন কুয়াশার কারণে আজ শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুতে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। টাঙ্গাইলের বাঐখোলা থেকে গোড়াই পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
তবে দুপুর ১২টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।
যাত্রী ও চালকরা জানান, আজ ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে সেতুর দুই পাশে দেখা দেয় তীব্র যানজট। টাঙ্গাইলের বাঐখোলা থেকে গোড়াই পর্যন্ত মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেতুতে যান চলাচল শুরু হলেও রাস্তা ছিল গাড়িতে ভরা।
গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বলেন, ঘন কুয়াশায় ধীরগতিতে যানবাহন চলাচল করায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ যানজট কমিয়ে আনার চেষ্টা করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে সেতুতে আজ ভোর থেকে সকাল পর্যন্ত দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। সকাল ৭টার পর যান চলাচল শুরু হলেও দুপুর ১২টার পর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।