সিলেটে জামায়াত নেতা গ্রেপ্তার

সিলেট জেলা দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান জামায়াতে ইসলামীর নেতা মাওলানা লোকমান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেল ৩টার দিকে গ্রামের বাড়ি বরইকান্দির কামাসানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি জামায়াতের সিলেট জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, লোকমানের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এ ছাড়া নাশকতার বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। লোকমানকে জেলা জজকোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।