শরীয়তপুরে মা ও শিশু কল্যাণকেন্দ্রের ভিত্তিপ্রস্তর

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে ১০ শয্যাবিশিষ্ট নরকলিকাতা মা ও শিশু কল্যাণকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইজিপি এ কে এম শহীদুল হক। ছবি : এনটিভি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বরে ১০ শয্যাবিশিষ্ট নরকলিকাতা মা ও শিশু কল্যাণকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, তিন কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে আধুনিক সুবিধা সংবলিত ১০ শয্যার এই হাসপাতাল ভবন নির্মাণের ভোজেশ্বর ইউনিয়নের ৫০ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়েছে।
হাসপাতালটি নির্মাণ করা হলে গ্রাম পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাবে। মাতৃ মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাবে বলেও মনে করেন পুলিশের মহাপরিদর্শক।
এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক মহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।