ঢাকায় স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামী পলাতক
রাজধানীর পূর্ব নাখালপাড়ায় এক নারীকে এসিড নিক্ষেপের পর তাঁর স্বামী পালিয়ে গেছেন বলে জানা গেছে। এসিডদগ্ধ নারীর নাম মোসাম্মৎ আকলিমা (৩০)।
পুলিশ জানায়, পূর্ব নাখালপাড়ার এক বাড়িতে আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক স্বামীর নাম কুদ্দুস।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ এনটিভি অনলাইনকে জানান, স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে আকলিমার মুখে এসিড ছুড়ে পালিয়ে যান কুদ্দুস। এতে আকলিমার মুখ ঝলছে যায়। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় কুদ্দুসকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।