রাজধানীতে গৃহবধূর ওপর এসিড, স্বামী আটক

রাজধানীতে এক গৃহবধূর গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়েছে। তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরোনো ছবি
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় এক গৃহবধূর গোপনাঙ্গে এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী পারভেজকে (৩৮) আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও তালতলা কলোনিতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূ ও তাঁর স্বামী কাপড়ের ব্যবসা করতেন। গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।