গাছে পিকআপের ধাক্কা, ব্যবসায়ী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/15/photo-1484480764.jpg)
আজ রোববার ভোরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ছবি : এনটিভি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার ফরকেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম শফিক (৪০)। তিনি লালমনিরহাট জেলার চাপারহাটের সাবের উদ্দিনের ছেলে। শফিক কাঁচামালের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোররাতে লালমনিরহাট থেকে কাঁচামরিচ বোঝাই একটি পিকআপভ্যান রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পিকআপভ্যানের চালক পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত শফিকের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।