সিরাজগঞ্জে নিজ বাড়িতে যুবদল নেতা খুন

সিরাজগঞ্জ শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ৯টায় সুজনের নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত সুজন মিরপুর হাজীপাড়ার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, আজ সোমবার দুপুর থেকে বাড়িতেই ছিলেন সুজন। রাত ৯টার দিকে পরিবারের অন্য সদস্যরা দেখেন সুজনের ঘর থেকে দরজার বাইরে রক্ত আসছে। দরজা খুলে সুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
হত্যার কারণ সম্পর্কে পরিবারের সদস্যরা কিছু বলতে পারেননি।
এ ব্যাপারে সিরাজগঞ্জ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘এ খুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে আমরা কিছু বলতে পারব।’ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। এ ঘটনায় জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।