কিডনি রোগে মারা গেলেন ইউএনও

স্ত্রী ও দুই সন্তানসহ বাগেরহাটের রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার রায় (বাঁয়ে)। ছবি : সংগৃহীত
বাগেরহাটের রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার রায় (৩৬) মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউএনও মারা যান।
রাজীব কুমারের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার মাস্টারপাড়ায়। তাঁর স্ত্রী অনিন্দিতা রায় বর্তমানে বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ছয় মাস ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে তাঁদের।
বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) তপন কুমার বিশ্বাস বলেন, রাজীব কুমার কিডনি রোগে ভুগছিলেন। এক মাস আগে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমারের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জেলা প্রশাসন।