মোংলা বন্দর বহুমুখী কওমি মাদ্রাসায় পুনর্মিলনী

মোংলা বন্দর বহুমুখী কওমি মাদ্রাসার সাবেক ছাত্রদের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে আজ শুক্রবার মাদ্রাসা চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ পুনর্মিলনী ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাওলানা মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ এম এম এ মান্নান তালুকদার, মোংলা বন্দর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন, ঢাকার জামিয়া কারিমিয়া সাইদিয়া মাদ্রাসার পরিচালক শেখ ফজলে বারী মাসউদ, মোংলা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা ইউসুফ, মাওলানা মো. কামরুল ইসলাম, হাফেজ মো. মঈনুল ইসলাম প্রমুখ।
আগামীকাল শনিবার সন্ধ্যায় মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসার মাঠে আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিল। এতে অতিথি থাকবেন চরমোনাই পীর আলহাজ মুফতি মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম।