দিনের বেলায় ব্যাংকে ডাকাতি

নড়াইলে গ্রামীণ ব্যাংক মাইজপাড়া শাখায় দিনের বেলায় ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী পাঁচ যুবক ব্যাংকে প্রবেশ করে শাখার ব্যবস্থাপকসহ সবাইকে জিম্মি করে দুটি মোটরসাইকেল, সাতটি মোবাইল ফোনসেট ও টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রোববার বিকেল ৪টার দিকে মাইজপাড়া বাজার এলাকায় ব্যাংকের নিজস্ব ভবনে এ ঘটনা ঘটে।
দিনের বেলায় ব্যাংকে অস্ত্রধারীরা প্রবেশ করে ডাকাতির ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে। ব্যাংকটি নড়াইল শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাকিল আহমেদ বলেন, ‘১৮ থেকে ২০ বছরের পাঁচ যুবক হাঁটতে হাঁটতে ব্যাংকের ভেতরে প্রবেশ করে প্রথমে আমাদের সঙ্গে কথা বলতে চায়। পরে পাঁচটি পিস্তল উঁচিয়ে আমাদের সবাইকে জিম্মি করে। এ সময় সেকেন্ড অফিসার শাহেদ আলমসহ আট কর্মকর্তা-কর্মচারী অফিসে অবস্থান করছিলেন। আর দুজন গ্রাহক ছিলেন।’
শাকিল আহমেদের ভাষ্য, ‘অস্ত্রধারীরা আমাদের জিম্মি করে টাকা লুট করতে চাইলেও ব্যাংকের ভোল্টে কোনো টাকা ছিল না। তবে, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত প্রায় ২৫ হাজার টাকা লুটসহ দুই মাঠকর্মীর থেকে চাবি ছিনিয়ে নিয়ে দুটি মোটরবাইক (হিরো হোন্ডা ও বাজাজ প্ল্যাটিনা) এবং আমাদের ব্যবহৃত সাতটি মোবাইল ফোনসেট নিয়ে যায় তারা। পরে ছিনতাই করা মোটরবাইকে চেপে ওই পাঁচ যুবক নড়াইলের দিকে পালিয়ে যায়।’
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আরো বলেন, ‘অস্ত্রধারী পাঁচ যুবকের মধ্যে একজনের মুখ কিছুটা ঢাকা থাকলেও অন্যদের মুখ খোলা ছিল। এ ছাড়া সবার কাঁধে ব্যাগ ছিল। দুতলা ভবনের নিচতলায় ব্যাংকের অফিস। ওপরে আমাদের আবাসিক ব্যবস্থা। আমাদের ব্যাংকে কোনো সিসি ক্যামেরা ছিল না।’
স্থানীয়রা জানায়, কয়েকজন যুবক দুপুর ১২টার পর থেকে ব্যাংকের আশপাশেই ছিল। ব্যাংকে ডাকাতির ঘটনায় ওই যুবকরা জড়িত থাকতে পারে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।