বান্দরবানে ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/22/photo-1485106263.jpg)
বান্দরবানে ছাত্রলীগের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান সমাবেশে প্রধান অতিথি ছিলেন।
শফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। আওয়ামী লীগের সরকারের হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসা প্রু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন বাবলু প্রমুখ।
এর আগে স্থানীয় রাজারমাঠ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।