বান্দরবানে খামারের পাশের গাছে কর্মচারীর ঝুলন্ত লাশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/01/23/photo-1485185314.jpg)
বান্দরবানের লামা উপজেলায় মুরগির খামারের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়।
ওই কর্মচারীর নাম আবদুল আজিজ (২৭)। তিনি লামা উপজেলার সরই ইউনিয়নে মক্কা অ্যাগ্রো ফার্মে কর্মরত ছিলেন। আজিজ কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গ্রামের মুফতি ফরিদ উদ্দিনের ছেলে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ সকালে মক্কা অ্যাগ্রো ফার্মের পাশে একটি গাছে কর্মচারী আবদুল আজিজের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে খামারের অন্য কর্মচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠায়।