চান্দিনায় বাসে হামলার তদন্ত দাবি করেছে বিএনপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/03/photo-1433349770.jpg)
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। ফাইল ছবি
পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লার চান্দিনা এলাকায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে এ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় বিএনপির মুখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এক বিবৃতিকে এ দাবি জানান। বিবৃতিতে তিনি এই মর্মন্তুদ নারকীয় ঘটনায় আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার চান্দিনায় রাঙামাটিগামী যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় সাতজন দগ্ধ হন। পুলিশ ও বাসটির চালক জানিয়েছেন, বাসটি ঢাকা থেকে রওনা হয়ে চান্দিনার কাঠেরপুল এলাকার পাট গবেষণা ইনস্টিটিউটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাতে পেট্রলবোমা নিক্ষেপ করে।