ভোমরায় ভারতীয় রুপিসহ আটক ১
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৭০ হাজার ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ শুক্রবার দুপুরে তাঁকে আটক করা হয়।
আটক আনারুল ইসলাম সাতক্ষীরা সীমান্তের লক্ষ্মীদাঁড়ি গ্রামের বাসিন্দা।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার নায়েক সুবেদার হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বন্দর এলাকা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ছয়টি বান্ডিলে ৭০ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়।
সেগুলো তিনি ভারত থেকে পাচার করে বাংলাদেশে নিয়ে এসেছিলেন বলে বিজিবি কর্মকর্তা জানান। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।