খুলনায় ‘অস্ত্র উদ্ধারে’ গিয়ে আসামি গুলিবিদ্ধ

খুলনায় পুলিশের হাতে গ্রেপ্তার একাধিক মামলার আসামি দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরীর টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আসামি সোহেলকে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে এসেছিল। সহযোগীদের গুলিতেই সোহেল দুই পায়ে গুলিবিদ্ধ এবং পুলিশের চার সদস্য আহত হন।
আহত পুলিশ সদস্যরা হলেন- খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান, অজিত কুমার দাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) পুলক কুমার কুণ্ডু ও অঞ্জয় কুমার হালদার। আহত পুলিশ সদস্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. হুমায়ূন কবীর জানান, নগরীর নিরালা এলাকার যুবক রনি হত্যাসহ একাধিক মামলার আসামি সোহেল। গত ১৪ জানুয়ারি খুন হওয়া কলেজ শিক্ষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলার অন্যতম আসামিও সে।
ওসি জানান, সোহেলকে নগরীর রায়পাড়া মেট্রোপলিটন ক্লিনিকের সামনে থেকে গতকাল রাত ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থানায় রেখে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে অস্ত্র ও গুলি আছে বলে স্বীকার করে। তথ্য অনুযায়ী সোহেলকে নিয়ে পুলিশের একটি দল টুটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে যায়।
হুমায়ূন কবীরের দাবি, স্কুলের কাছে গেলে সোহেলকে ছিনিয়ে নেওয়ার জন্য তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০টি গুলি ছোড়ে। এতে দুটি গুলি সোহেলের দুই পায়ে বিদ্ধ হয়। এ সময় পুলিশও পাঁচটি গুলি ছোড়ে। পরে আহত অবস্থায় সোহেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।