বান্দরবান আইনজীবী সমিতির নির্বাচন
সভাপতি জয়নুল ও সেক্রেটারি ইকবাল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/03/photo-1486064748.jpg)
বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মো. জয়নুল আবেদীনকে সভাপতি ও মো. ইকবাল করিমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা নির্বাচিত হন।
নির্বাচনে সহসভাপতি মুহাম্মদ আবুল কালাম, সহসাধারণ সম্পাদক কৌশিক দত্ত, অর্থ সম্পাদক আবু তালেব, পাঠাগার ও আইটি সম্পাদক পদে আবু জাফরকে নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে সদস্যপদে মোহাম্মদ আলমগীর চৌধুরী ও মো. শামসুল হক রনি নির্বাচিত হন।
নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল করিম জানান, ৫ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাইকে নির্বাচিত করা হয়েছে। আগামী এক বছর তাঁরা এ কমিটির দায়িত্ব পালন করবেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্বপন কুমার চৌধুরী।