খুলনায় গুলি, বোমায় যুবলীগ নেতাকে হত্যা

খুলনার ফুলতলা সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি জনি মোল্লাকে (২৯) গুলি ও বোমা মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার রাত ৮টার দিকে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশনের অদূরে এ হামলার ঘটনা ঘটে। জনির বাড়ি বেজেরডাঙ্গা এলাকায়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রাতে বেজেরডাঙ্গা রেলস্টেশনের অদূরে জনি তাঁর পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী যুবলীগ নেতা জনি মোল্লার ওপর গুলিবর্ষণ ও বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে জনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী দ্রুত রক্তাক্ত অবস্থায় জনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে কে বা কারা এবং কী কারণে জনি মোল্লাকে হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেননি ওসি।
জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল নিহত জনির পরিচয় নিশ্চিত করেছেন।