পাচারকালে উদ্ধার ১৮ হাঙ্গর, গ্রেপ্তার ১২ জেলে

বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবন এলাকা থেকে হাঙ্গর শিকার করে পাচারের সময় ট্রলারসহ ১২ জেলেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সে সময় তাঁদের কাছ থেকে ১৮টি হাঙ্গর উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সুন্দরবনের বলেশ্বর নদে অভিযান চালিয়ে ওই হাঙ্গর উদ্ধার ও জেলেদের গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) লেফটেন্যান্ট কমান্ডার এম ফরিদুজ্জামান জানান, বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে হাঙ্গর শিকার করে সংঘবদ্ধ একটি চক্র। পরে সেগুলো পাচারের উদ্দেশ্যে বনের মধ্যে অবস্থান করছে বলে খবর পান কোস্ট গার্ডের সদস্যরা। রাতে পূর্ব সুন্দরবনের বলেশ্বর নদে অভিযান চালানো হয়। ওই সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারে করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটি আটক করে।
ফরিদুজ্জামান আরো জানান, ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ১৮টি বড় আকারের হাঙ্গর উদ্ধার করা হয়। হাঙ্গর শিকার ও পাচারের দায়ে ওই ট্রলারে থাকা ১২ জেলে ও মাঝিমাল্লাকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁদের ভান্ডারিয়া ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।