বান্দরবানে কারবারীকে অপহরণ, ইউপি সদস্যসহ আটক ৩
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/04/photo-1486208120.jpg)
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় গতকাল শুক্রবার অস্ত্র দেখিয়ে মংশৈথুই মারমা (৪২) নামের এক কারবারীকে (গ্রামপ্রধান) অপহরণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য ও এক সাংবাদিককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউনিয়নের বাঘমারা ভিতরপাড়ায় গতকাল শুক্রবার মুখোশ পরা চার সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে বাঘমারা ভিতরপাড়ার কারবারী (গ্রামপ্রধান) মংশৈথুই মারমাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃত কারবারীকে উদ্ধারে রোয়াংছড়ি উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে অভিযান চালানো হচ্ছে।
এদিকে অপহরণের ঘটনায় পুলিশ বাঘমারা থেকে দুজন ইউপি সদস্য ও স্থানীয় একজন সাংবাদিককে আটক করেছে। এঁরা হলেন ইউপি সদস্য কেনু মারমা (৪৩) ও দৈনিক মুক্তবাণীর সাংবাদিক থোয়াইচা হ্লা (৩৮)। অপর ইউপি সদস্যের নাম পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার সঞ্জীব কুমার রায় সাংবাদিকদের জানান, রোয়াংছড়ি থেকে অস্ত্রের মুখে একজন পাড়া কারবারীকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। অপহরণের ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।