ব্যবসায়ীকে অপহরণ, ব্যাংকের মাধ্যমে মুক্তিপণ দাবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/mmm.jpg)
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক ব্যবসায়ীকে অপহরণ করে পরিবারের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। গত শনিবার (৮ ফেব্রুয়ারি ) সন্ধ্যার পর এই অপহরণের ঘটনা ঘটে।
ভিকটিম ব্যবসায়ী হলেন উপজেলার বালিয়াটি ইউনিয়নের শিমুলিয়া গ্রামের ইদ্রিস আলী (৪৫)। তিনি ওই গ্রামের নজর আলীর ছেলে। তিনি ভুট্টা ও ধানের পাইকারি ব্যবসা করেন।
ভুক্তভোগী ইদ্রিস আলীর পরিবার জানায়, শনিবার সন্ধ্যার দিকে দেড় লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি না ফেরায় তারা তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে পরের দিন রোববার তার ভাই আমিনুর ইসলাম সাটুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ইদ্রিস আলীর স্ত্রী নিপা আক্তার জানান, অপহরণকারীরা রোববার সকালের দিকে কয়েকবার ফোন করে মুক্তিপণের টাকা দাবি করে এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। অপহরণকারীরা পুনরায় আজ সকালে ফোন দিয়ে টাকা সংগ্রহ করা হয়েছে কি না, জানতে চায়। হুমকি দেয় এ বিষয়ে পুলিশকে জানালে তাঁর মরদেহ পাঠিয়ে দেওয়া হবে।
নিপা আক্তার আরও জানান, অপহরণকারীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে বলছে। টাকার জন্য তারা বারবার ভিকটিমের মোবাইল ফোন দিয়ে ফোন দিয়ে হুমকি দিচ্ছে। তাঁর তিন মেয়ে বাবার জন্য কান্নায় ভেঙে পড়ছে।
স্থানীয়দের ধারণা, ইদ্রিস আলীকে নেশাজাতীয় কোনো দ্রব্য খাইয়ে ভাটারা বাজার এলাকা থেকে অপহরণ করা হয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালু বলেন, লিখিতভাবে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।