বান্দরবানে অপহৃত কারবারি আহত অবস্থায় উদ্ধার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/05/photo-1486304761.jpg)
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অপহৃত আওয়ামী লীগ নেতা ও কারবারি (পাড়াপ্রধান) মংশৈথুই মারমাকে (৪২) আহত অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ রোববার ভোররাতে উপজেলার বেতছড়া ইউনিয়নের গহীন অরণ্যের একটি ঝিড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় মংশৈথুই মারমার মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পরে তাঁকে চিকিৎসা দিয়ে মাথায় ব্যান্ডেজ বাঁধা হয়।
এদিকে মংশৈথুই মারমাকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ইউনিয়ন পরিষদের এক সদস্য ও এক সাংবাদিককে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ির আলেক্ষ্যং ইউনিয়নের বাঘমারা ভিতরপাড়া থেকে গত শুক্রবার মুখোশ পরা চার সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে বাঘমারা ভিতরপাড়ার কারবারি মংশৈথুই মারমাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং অপহৃত কারবারীকে উদ্ধারে রোয়াংছড়ি উপজেলাসহ আশপাশের এলাকাগুলোয় অভিযান চালায়। এ ঘটনায় পুলিশ বাঘমারা থেকে দুজন ইউপি সদস্য ও স্থানীয় একজন সাংবাদিককে আটক করে। অভিযানে টিকতে না পেরে সন্ত্রাসীরা কারবারিকে বেতছড়া ইউনিয়নের গহীন অরণ্যে ঝিড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। অপহৃতের মাথা ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা শেষে নৌকায় করে কারবারিকে সেনাবাহিনীর সদর জোনে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জানান, অপহৃত কারবারিকে বেতছড়া এলাকার একটি ঝিড়ি থেকে উদ্ধার করেছেন সেনাবাহিনীর সদস্যরা। তিনি আঘাতপ্রাপ্ত হলেও সুস্থ আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী বলেন, গত শুক্রবার গভীর রাতে রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের বাঘমারা ভিতরপাড়ার কারবারী মংশৈথুই মারমাকে অস্ত্রের মুখে চারজন অস্ত্রধারী সন্ত্রাসী অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতের স্ত্রী খেওয়াই নু মারমা বাদী হয়ে রোয়াংছড়ি থানায় গত শনিবার একটি অপহরণ মামলা করেন। ওই মামলায় আটক ইউপি সদস্য কেনু মারমা (৪৩) ও দৈনিক মুক্তবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক থোয়াইচা হ্লাকে (৩৮) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।