বাগেরহাটে গলদা চিংড়ির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

বাগেরহাটে গলদা চিংড়ির সঠিক (ন্যায্য) মূল্য পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা। আজ রোববার দুপুরে বারাকপুর, সিঅ্যান্ডবি বাজার ও ফকিরহাটের ফলতিতা মাছের পাইকারি বাজারের সামনে খুলনা-বাগেরহাট ও মাওয়া সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এক হাজার টাকার গলদা চিংড়ি কেজি এখন মাত্র ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে গলদা চাষিদের মাছের খাবারের দামও আসছে না। এভাবে চলতে থাকলে চিংড়ির চাষিরা সর্বস্বান্ত হয়ে যাবে। তাঁরা চিংড়ি শিল্পকে বাঁচাতে সরকারের হস্তক্ষেপ চান।
মানববন্ধনে অংশ নেন আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক সরদার বেলাল হোসেন, শেখ মিরাজ, রনি দাস, ষাটগুম্বুজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মোল্লা আব্দুল মতিন, বারাকপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মাছচাষি সুব্রত মজুমদার, নকিব জিল্লুর রহমান, নয়ন ফকির প্রমুখ।