সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী এলাকায় আজ মঙ্গলবার র্যাবের সঙ্গে ‘বনদস্যুদের বন্দুকযুদ্ধ’ হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি বনদস্যু সামছু বাহিনীর প্রধান সামছু ওরফে কোপা সামছু (৩৫) বলে র্যাব দাবি করেছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে তিনটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৬টি গুলি ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
র্যাব ৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, বনদস্যু সামছু বাহিনী মৃগামারী সংলগ্ন সোনামুখী খালের মুখে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। ওই সময় দস্যুরা আগে থেকে খালের মুখে অবস্থান নিয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষারর্থে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী গুলি বিনিময় হয়। একপর্যায়ে এক দস্যু গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। অন্য ছয় দস্যু দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ সামছুকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর কর্তব্যরত চিকিৎসক মো. শাহিন তাঁকে মৃত বলে ঘোষণা দেন।
র্যাব কর্মকর্তা আরো জানান, গুলিবিদ্ধ অবস্থায় সামছুকে জয়মনিরঘোল এলাকায় আনা হলে সেখানকার জেলেরা তাঁকে বনদস্যু সামছু বাহিনীর প্রধান সামছু ওরফে কোপা সামছু বলে শনাক্ত করে।
নিহত সামছুর লাশ এবং উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিগুলো মোংলা পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। পরে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।