পুলিশের দাবি
খালি বাসায় কিশোরী ধর্ষণের শিকার

রাজধানীর শ্যামপুরে ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কিশোরীকে চিকিৎসার জন্য আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে শ্যামপুর থানার পুলিশ।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবদুর রাজ্জাক জানান, ওই কিশোরী বুদ্ধি প্রতিবন্ধী। সে তার বাবা-মার সঙ্গে শ্যামপুর এলাকায় থাকে। গতকাল সন্ধ্যায় তাদের পরিচিত মীর সেলিম( ৫০) নামের এক ব্যক্তি বাসায় যান। তিনি কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করেন বলে তার পরিবার অভিযোগ করেছে।
ওসি আরো জানান, কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।