টেকনাফে ৮ লাখ ইয়াবা বড়ি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদের তীরে পৃথক অভিযান চালিয়ে আট লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার নাফ নদসংলগ্ন শাহ পরীর দ্বীপের বদরমোকাম ও জালিয়া পালং এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিজিবির টহল দল টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের নাফ নদের ঘোলার চর এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন লোক একটি নৌকায় ওই এলাকায় এলে বিজিবি নৌকাটি থামানোর সংকেত দেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া নৌকা থেকে একটি বস্তা উদ্ধার করা করেন বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পরে ওই বস্তা থেকে সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
লে. কর্নেল আবুজার আল জাহিদ আরো জানান, সকাল সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদের জালিয়ার দ্বীপে অভিযান চালিয়ে আরো এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ান সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।