খুলনায় হত্যা মামলায় ৬ জনের কারাদণ্ড

খুলনার তেরখাদা উপজেলায় এনামুল হক ওরফে এহতেশাম হত্যা মামলায় ছয় আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার খুলনার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সোলায়মান এই রায় দেন।
একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে বেকসুর খালাস দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ নভেম্বর টাকা নিয়ে বিরোধের জের ধরে আসামিরা এনামুল হক ওরফে এহতেশামকে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুদিন পর তিনি মারা যান। এই ঘটনায় নিহত এহতেশামের ভাই হাফেজ ইলিয়াস বাদী হয়ে ১৮ জনের নামে মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে ১৮ জনকেই আসামি করে অভিযোগপত্র দাখিল করে। আসামিদের মধ্যে ১২ জন আটক, চারজন জামিনে ও দুজন পলাতক আছেন।