আ. লীগ নেতা হত্যায় ভদ্রবিলা ইউপির চেয়ারম্যান রিমান্ডে

নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় হানু (৪৭) হত্যা মামলার আসামি ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুর রহমান, তাঁর ছেলে আশিক রহমান ও ভাতিজা রাসেলের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার এ মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় সাতদিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়।
শুনানি শেষে নড়াইল সদর আমলি আদালতের বিচারিক হাকিম নয়ন বড়াল তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আগামীকাল শুক্রবার থেকে এ রিমান্ড শুরু হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভবতোষ রায়।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজার এলাকায় ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রভাষ রায়কে ছুরিকাঘাতে জখম করে প্রতিপক্ষের লোকজন। প্রথমে তাঁকে নড়াইল সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে যশোরে স্থানান্তর করা হয়।
রাত ৯টা ৪৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ প্রভাষকে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ রয়েছে। ঘটনার রাতেই শহিদুর রহমান ও তাঁর ছেলে আশিকসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিহতের স্ত্রী টুটুল রানী বাদী হয়ে নড়াইল সদর থানায় ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান, ছেলে আশিক, ভাতিজা রাসেল মিনাসহ নয়জনের নাম উল্লেখ এবং সাতজনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন।