চরের ৫০০ মানুষের মাঝে কম্বল বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2017/02/10/photo-1486742169.jpg)
জামালপুরের ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জে ৫০০ মানুষের মাঝে কম্বল দেন সংসদ সদস্য মেহজাবিন খালেদ বেবী। ছবি : এনটিভি
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মেহজাবিন খালেদ বেবী জামালপুরের ইসলামপুর উপজেলার নদীভাঙনকবলিত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় চরের ৫০০ মানুষ পায় এই কম্বল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান সরকার দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে বলে উল্লেখ করেন মেহজাবিন খালেদ বেবী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কানাডা শাখার সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসের বাবুল, নারায়ণ মোদক প্রমুখ।