মোংলায় নদী ভাঙন প্রতিরোধের দাবিতে মহাসমাবেশ রোববার

মোংলার পশুর নদীর ভাঙন ও দূষণ থেকে দুই পাড়ের অধিবাসীদের রক্ষার দাবিতে রোববার সকাল ১০টায় চিলাবাজারে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
পশুর রিভার ওয়াটারকিপার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং ওয়াটারকিপারস বাংলাদেশ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করছে।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি থাকবেন ওয়াটারকিপারস বাংলাদেশের সমন্বয়কারী বাপার যুগ্ম সম্পাদক শরিফ জামিল, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, মোংলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম দুলাল।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাপার মোংলা অঞ্চলের সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।
মহাসমাবেশে সফল করার জন্য বাপার পক্ষ থেকে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।