সাংবাদিক হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের দুর্বলতা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিক হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের দুর্বলতা। এতে রাষ্ট্র প্রশ্নবিদ্ধ হয়।
আজ শনিবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার না পাওয়ায় স্বাভাবিকভাবেই সাংবাদিক সমাজ ক্ষুব্ধ। এসব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাংবাদিক সমাজ এখনো সোচ্চার রয়েছে। যত দিন বিচার না হবে, তত দিন একদিকে সাংবাদিক সমাজ তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে যাবে; অন্যদিকে এটি রাষ্ট্রের জন্য এক ধরনের দুর্বলতা হিসেবে থাকবে।’
যশোর সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সহসভাপতি মনোতোষ বসু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, প্রেসক্লাবের সম্পাদক এস এম তৌহিদুর রহমান।