বিএফইউজে নির্বাচন যেন সাংবাদিকদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে

সদ্য সমাপ্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনের ফলাফল যেন সাংবাদিকদের মধ্যে কোনো বিভদে সৃষ্টি না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
সদ্য সমাপ্ত বিএফইউজের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে উল্লেখ করে জয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থক সাংবাদিকদের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ রাখতে আহ্বান জানান ইকবাল সোবাহান চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনের প্রক্রিয়াটি যেন আপনাদের মধ্যে জয়ী এবং পরাজিত এই কারণের জন্য আপনাদের মধ্যে যেন কোনো বিভেদ বা বিভাজন বা অনৈক্য যেন সৃষ্টি না হয়। কারণ আমাদেরকে অনেক পথ সংগ্রাম করতে হবে, অনেক আন্দোলন করতে হবে।’
গত ২৯ জুলাই সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বিএফইউজের একাংশের উপনির্বাচনে সভাপতি নির্বাচিত হন একুশে টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল। নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সিটি এডিটর আবদুল জলিল ভূঁইয়া ও বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরী। এই নির্বাচনের বিষয়েই এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
মতবিনিময়ে নিজের বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, কয়েকজন জঙ্গি বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে পারবে না। সারা দেশের মানুষ এখন জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বিএফইউজের সহসভাপতি শহীদুল আলম ও সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বক্তব্য দেন।