সুন্দরবন থেকে ১০ মণ কাঁকড়া, ট্রলারসহ দুই জেলে আটক

প্রায় ১০ মণ কাঁকড়া, একটি ট্রলারসহ দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। নিষিদ্ধ সময়ে বেআইনিভাবে কাঁকড়া শিকারের অভিযোগে আজ শনিবার ভোরে সুন্দরবনের ঢাংমারী এলাকায় পশুর নদের পূর্ব পাড় থেকে তাঁদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের মান্নান সরদার (২৫) ও রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের আজাহার গাজী (৪৫)। তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা করার পর আজ দুপুরে আদালতে পাঠানো হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস হলো কাঁকড়ার প্রজনন মৌসুম। এই সময়ে কাকড়া শিকার/আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার পরও অসাধু জেলেরা সুন্দরবনের বিভিন্ন নদী-খাল থেকে কাঁকড়া ধরে পাচার করছিলেন। পাচারকারীরা কাঁকড়াবোঝাই ট্রলার নিয়ে আজ শনিবার ভোর ৫টার দিকে পশুর নদ হয়ে বন বিভাগের ঢাংমারী স্টেশন অতিক্রম করছিলেন। সন্দেহবশত ট্রলারটিতে অভিযান চালান টহলরত বন বিভাগের সদস্যরা। এ সময় ওই ট্রলারে তল্লাশি চালিয়ে ১০টি বাঁশের ঝুড়ি, পাঁচটি প্লাস্টিকের ঝুড়ি ও একটি বস্তাভর্তি প্রায় ১০ মণ কাঁকড়া জব্দ করা হয় এবং বেআইনিভাবে কাঁকড়া ধরার অভিযোগে ট্রলারে থাকা দুই জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর দুপুরে খুলনার আদালতে পাঠানো হয়েছে।
হুমায়ুন কবির আরো বলেন, আদালতের নির্দেশে জব্দ করা কাঁকড়া সুন্দরবনের নদী-খালে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় নিলামের মাধ্যমে বিক্রি করে টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া হবে।