আজিমপুরের ‘জঙ্গি’ তানভীরের লাশ আঞ্জুমানে

রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানের সময় নিহত তানভীর কাদেরীর মৃতদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
আজ রোববার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জ্যেষ্ঠ সহকারী কমিশনার আহসানুল হক মৃতদেহটি দাফনের জন্য হস্তান্তর করেন। আঞ্জুমানের দায়িত্বরত কর্মকর্তা মোস্তফা কামাল মৃতদেহটি গ্রহণ করেন।
গত বছরের ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তনায়’ অভিযানের সময় তানভীর কাদেরী নিহত হন।
মোস্তফা কামাল জানান, ‘মৃতদেটি আমরা অজ্ঞাত হিসেবে গ্রহণ করেছি এবং জুরাইন কবরস্থানে দাফন করা হবে।’
ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, আজিমপুরে নিহত এই ‘জঙ্গির’ মরদেহ ময়নাতদন্তের পর হাসপাতাল মর্গের ফ্রিজে রাখা ছিল। আজ পুলিশ দাফনের জন্য সেটি আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করেছে।